সব মা বাবার একটাই চাওয়া থাকে “সন্তানের সুস্থতা এবং জ্ঞানের পরিপূর্ণ বিকাশ” । LAZYMOMBD.COM এর উদ্দেশ্য আপনার ছোট্ট সোনামনি সহ পুরো পরিবারের সুস্বাস্থ্য রক্ষার বিভিন্ন বিষয়ে সাহায্য করা।
শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং ভাল থাকা পুরোটাই নির্ভর করে সঠিক পরিচর্যা এবং স্বাস্থ্যসম্মত পুষ্টিকর পারিবারিক খাবারের উপরে।lazymombd বিশ্বাস করে সন্তানের জন্য মা বাবা ই সবচেয়ে সেরা চিকিৎসক ,সেরা শিক্ষক ,তাই শিশুসহ পুরো পরিবারের সুস্থতার জন্য স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়,সঠিক খাদ্যভাস এবং খাবারের পুষ্টিগুন সম্বন্ধে বিস্তারিত জ্ঞান থাকা আবশ্যক।
শিশুদের শারীরিক এবং মানষিক বিকাশের জন্য সুস্থ থাকাটা অপরিহার্য আর সুস্থতা অনেকাংশেই নির্ভর করে ঘরে তৈরি পুষ্টিকর (Homemade Food) খাবারের উপরে।এই লক্ষে আমরা বয়স ভেদে বিভিন্ন ধরনের পুষ্টিকর Homemade Food Baby Food Recipe শেয়ার করছি।
মা এবং শিশুর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সঠিক তথ্য সবার কাছে পৌছে দেয়াই আমাদের মুল লক্ষ্য।গর্ভবতী মা যেন পরিপূর্ণ পুষ্টি এবং সেবা পায় এই বিষয়ে পরিবারের সকল কে সচেতন হওয়া উচিত।এই উদ্দেশ্যে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার এবং গর্ভকালীন বিভিন্ন ধরনের সমস্যা ও তার প্রতিকার নিয়ে সচেতনামুলক পোষ্ট দেয়া।
এখানে বিভিন্ন ধরনের Parenting Tips,Home Remedies,Family Health Care,Pregnancy,Daily Life Hack’s,Child Care,Infant Care(All about Kids) সহ আরও অনেক বিষয় শেয়ার করা হয়েছে।
lazymombd আশা করে এখানে শেয়ারকৃত বিভিন্ন বিষয় আপনাদের Good Parent হতে এবং Daily Life কে আরও সহজতর করে তুলতে সাহায্য করবে।
- গর্ভবতী মহিলাদের পরিপূর্ণ পুষ্টি এবং গর্ভকালীন বিভিন্ন ধরনের সমস্যা ও তার প্রতিকারের বিষয়ে সচেতন করা।
- মা এবং বাচ্চার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন আলোচনা।
- সন্তান লালন পালনের বিভিন্ন দিক।
- বাচ্চাদের হোমমেড খাবার তৈরী নিয়মাবলী।