বাচ্চাকে সঠিক সময়ে কথা বলা শিখানোর দারুন কিছু টিপস | Tips And Tricks To Get Your Child Talking

By | November 13, 2018

 

বিভিন্ন বয়স ভেদে বাচ্চারা কেমন শব্দ করবে

  • ৩ মাস – শব্দ করে কান্না করবে এবং কেউ কথা বললে কিংবা কোন শব্দ শুনলে সেদিকে তাকাবে।
  • ৬ মাস – বাচ্চা শব্দ করে হাসবে,ফিকফিক,খিলখিল কখনো হি হি করে হাসবে।
  • ৯ মাস – বাচ্চা খুব সাধারন কিছু শব্দ বুঝতে পারবে।ছোট ছোট বিভিন্ন শব্দ যেমন-মাম্মা,বাবা,দাদ্দা বলবে।
  • ১২ মাস – বাচ্চা ছোট ছোট বেশ কিছু কমন কথা যেমন-মা,বাবা,পাখি এসব বলতে পারবে।এছাড়াও নিজের মত করে বেশ কিছু শব্দ বলতে পারবে যেমন-মাম(পানি),মিউ(বিড়াল),নিজের নাম।
  • ২৪ মাস – সহজ কিছু শব্দ (২-৩ শব্দ এক সাথে)দিয়ে বাক্য তৈরী করতে পারবে।যেমন-মা আসো,পানি খাবো,বল দাও,টা টা।
  • ৩ বছর – প্রচুর শব্দ শিখে যাবে।নিজের ভাল লাগা,জিদ-বায়না করা,বেশ কিছু কবিতা বলতে পারবে।

 

আজ আমরা বেশ কিছু সহজ টেকনিক নিয়ে আলোচনা করবো যেগুলি মা বাবার কিংবা পরিবারের বড়োরা মেনে চললে বাচ্চারা সঠিক সময়ে কথা বলতে উৎসাহিত হবে।

বাচ্চার সাথে কথোপকথন

বাচ্চার জন্মের সময় থেকে তার চোখ এবং কানের কার্যক্ষমতা শুরু হয়ে যায় তাই জন্মের পর থেকেই বাচ্চার সাথে কথা বলা শুরু করা উচিত।সাধারনত বাচ্চারা মা,বাবার কথা বলার ধরন এবং অঙ্গভঙ্গি বোঝার চেষ্টা করে এবং নিজের মত করে প্রকাশ করার চেষ্টা করে থাকে।

বাচ্চাকে কাছে নিয়ে বই পড়ার অভ্যাস করুন

ছোট কাল থেকেই বাচ্চাকে কাছে নিয়ে বই পড়ার অভ্যাস করুন।বিশেষ করে বিভিন্ন রং এর ছবি আছে(যেমন ফুল,পাখি,মাছ)এমন বই ।এতে করে বাচ্চারা আনন্দ সহকারে শিখতে পারবে।

বাচ্চার সাথে কথা বলার সময় সঠিক শব্দ উচ্চারন করুন

বাচ্চাদের সাথে কথা বলার সময়ে তাদের মত করে শব্দ উচ্চারন করবেন না,বরং সঠিক শব্দ ব্যাবহার করুন,যেমন বাচ্চারা পানিকে মাম বলে থাকে।কিন্তু আপনি যখন তার সাথে কথা বলবেন তখন মাম না বলে অবশ্যই পানি বলবেন,এতে করে বাচ্চাও সঠিক শব্দ শিখে যাবে।

অতিরিক্ত টিভির ব্যাবহার থেকে বিরত থাকুন

অনেকেই ভাবেন যে বাচ্চারা টিভি দেখে দ্রুত কথা বলা শিখে যাবে,এটা একদমই ভুল ধারনা।৩ বছর বয়সের কম বয়সি বাচ্চাদের যতটা সম্ভব টিভি থেকে দুরে রাখা উচিত।

বাচ্চাদের সাথে কথা বলার সময়ে পুরো বাক্য ব্যাবহার করুন

বাচ্চাদের সাথে কথা বলার সময়ে অর্থপূর্ণ বাক্য ব্যাবহার করুন।এতে করে বাচ্চারাও খুব সহজে কথা বলা শিখে যাবে।যেমন-তুমি কি লাল বলটা দিয়ে খেলবে ?

বাচ্চাকে কোন ভাবেই তিরষ্কার করবেন না

বাচ্চারা যদি কোন ভুল করে ফেলে তবে তাকে কোন ভাবেই তিরষ্কার করবেন না।সুন্দর করে খুব নম্র ভাষায় বুঝিয়ে তার ভুলটা সংশোধন করে দিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *